ভব সাগরের নাইয়া - Vob Sagorer Naiya Lyrics - Shah Abdul Karim






ভব সাগরের নাইয়া
মিছা গৌরব করো রে পরার ধন লইয়া । - [ ২ বার ] 

একদিন তোমায় যাইতে হবে এই সমস্থ থইয়া রে । - [ ২ বার ] 
রে পরার ধন লইয়া । 

ভব সাগরের নাইয়া
মিছা গৌরব করো রে পরার ধন লইয়া । - [ ২ বার ] 

কী ধন লইয়া আইলায় ভবে?
কি ধন যাইবায় লইয়া?
ভবে এসে ভুলে গেলায় ভবের মায়া পাইয়া 
হায় রে ভবে এসে ভুলে গেলায় ভবের মায়া পাইয়া রে ।
রে পরার ধন লইয়া । 


ভব সাগরের নাইয়া


মিছা গৌরব করো রে পরার ধন লইয়া । - [ ২ বার ] 

বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া
কালসাপিনী ধরতে আইলাম মন্ত্র না জানিয়া রে
রে পরার ধন লইয়া । 
ভব সাগরের নাইয়া
মিছা গৌরব করো রে পরার ধন লইয়া । - [ ২ বার ] 
  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.