আমার মন মজাইয়ারে (শাহ আব্দুল করিম) - Aman Mon Mojaiare (Shah Abdul Karim)
আমার মন মজাইয়ারে
------------বাউল সম্রাট শাহ আব্দুল করিম
আমার মন মজাইয়ারে
দিল মজাইয়া মুরশিদ
নিজের দেশে যাও
ও মুরশিদ ও
একে আমার ভাঙা ঘর
তার উপরে লরে চর
কখন জানি এই ঘর ভাইঙ্গা
পরে রে
আবের নেওয়ারী রে
কাঁচা বাঁশের বেড়া রে
বাজার লুটিয়া নিল
চুড়ায় রে
ও মুরশিদ ও
একে আমার ভাঙা নাও
তার উপরে তুফান বাও
পলকে পলকে উঠে পানিরে
কইয়ো দয়ালের ঠাই
এ তরীর ভরসা নাই
লাহুর দড়িয়া দিতে পারি রে।।
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া মুর্শিদ্
নিজের দেশে যাও ।।
আমার মন মজাইয়ারে - ডাউনলোড লিঙ্কঃ (Aman Mon Mojaiare - Download Link)
Aman Mon Mojaiare (Google Phonetic)
-----Baul Shah Abdul Karim
Āmāra mana majā'iẏārē
dila majā'iẏā muraśida
nijēra dēśē yā'ō
ō muraśida ō
ēkē āmāra bhāṅā ghara
tāra uparē larē cara
kakhana jāni ē'i ghara bhā'iṅgā
parē rē
ābēra nē'ōẏārī rē
kām̐cā bām̐śēra bēṛā rē
bājāra luṭiẏā nila
cuṛāẏa rē
ō muraśida ō
ēkē āmāra bhāṅā nā'ō
tāra uparē tuphāna bā'ō
palakē palakē uṭhē pānirē
ka'iẏō daẏālēra ṭhā'i
ē tarīra bharasā nā'i
কোন মন্তব্য নেই